ফেরেমন ফাঁদ কেন ব্যবহার করবেন।
আপনার ফসলকে জৈব বানাইনাশক হিসাবে পোকামাকড়ের আক্রমণ থেকে সুস্থ রাখুন কারিকারি টাকার খরচ থেকে প্রজেক্ট কে বাঁচান।।
ফার্স্ট কিউ (First Q Lure) ফেরোমন ট্র্যাপ (Pheromone Trap) এবং লিওর (Lure) প্যাকেট। এটি মূলত সবজি ক্ষেতে (বেগুন, টমেটো, লাউ, করলা, শসা ইত্যাদি) ফল মাছি (Fruit Fly – Bactrocera cucurbitae, Bactrocera dorsalis ইত্যাদি) দমনের জন্য ব্যবহৃত হয়।
ফার্স্ট কিউ লিওর + ট্র্যাপের প্রধান সুবিধা:
১০০% জৈব পদ্ধতি
– কোনো কীটনাশক নয়, শুধু ফেরোমন + খাদ্য আকর্ষণকারী (Methyl Eugenol / Cuelure) দিয়ে পুরুষ মাছি আকর্ষণ করা হয়।
পুরুষ মাছি ধ্বংস করে প্রজনন বন্ধ করে
– পুরুষ মাছি ট্র্যাপে আটকে মরে গেলে মাদি মাছির সাথে মিলন হয় না → ডিম পাড়া বন্ধ → পরবর্তী প্রজন্ম আসে না।
– বেগুনে ৮০-৯৫% পর্যন্ত, করলা-লাউয়ে ৭০-৯০% পর্যন্ত ফল রক্ষা পাওয়া যায় (সঠিকভাবে ব্যবহার করলে)।
দীর্ঘস্থায়ী
– একটি লিওর 60-120 দিন পর্যন্ত কার্যকর থাকে।
– ট্র্যাপ বছরের পর বছর ব্যবহার করা যায়।
ব্যবহার খুব সহজ
– প্রতি বিঘায় (৩৩ শতক) 10-15টি ট্র্যাপ ঝুলিয়ে দিলেই হলো।
– গাছের মাঝামাঝি উচ্চতায়, ছায়ায় রাখতে হয়।
খরচ খুব কম
– বিঘা প্রতি মৌসুমে খরচ মাত্র ৮০০-১২০০ টাকার মধ্যে (যা স্প্রে করার চেয়ে অনেক কম)।
কেন মাছি আর আপনার ফসলে টানবে না?
কারণ পুরুষ মাছি লিওরের গন্ধে আকৃষ্ট হয়ে ট্র্যাপে চলে আসবে → মরে যাবে → মাদি মাছি নিষিক্ত হবে না → ডিম থেকে কীড়া বের হবে না → ফলের ভিতরে ছিদ্র হবে না।
অভিজ্ঞ কৃষকরা বলেন:
“যেদিন থেকে ফার্স্ট কিউ ট্র্যাপ লাগিয়েছি, সেদিন থেকে বেগুন-করলা ফেলতে হয় না, সব বিক্রি হয়।”
#মাছি পোকা দমনের জন্য
#সকল ধরনের সবজির জন্য
#আধুনিক কৃষি
#কৃষি প্রজেক্ট






Reviews
There are no reviews yet.